এমন কবিতা লেখ কেন?

——— মুহাম্মদ আমির হোসেন
১২.০৩.২০২৪ পল্লবী ঢাকা

কবিতা তো আণবিক বোমার চেয়ে শক্তিশালী
সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে
এমন কবিতা লেখ কেন?
যা শোষকের পায়ের কাছে আছড়ে পড়ে?
পোষা কুকুরের মত লেজ নাড়ায়?

কবিতা তো বজ্রধ্বনি
অবিনাশী কণ্ঠস্বর
ব্রিটিশ গেলো, পাকিস্তান গেলো,
বাংলা এখনো দাঁড়িয়ে অধীশ্বর।

কবিতায় কথা বলেন নেতা
বজ্রমুষ্টি উঁচিয়ে বলেন আল্লাহু আকবার
ইহুদি নাসারা মার্কিনিরা ভয়ে কাঁপে
সত্য, পরম সত্যের দরবার
কবিতা হলো শোষিতের হাতিয়ার।

কবিতা নির্বিঘ্নে পথ হাটে
ফুটপাত শাসকের, রাজপথ শাসকের
কবিতা বীরদর্পে চলে বাঁকে বাঁকে
যখন জেগে ওঠে—
সবটুকু কবিতার হয়ে যায়
হত্যাকারীর বুলেট সম্মুখে এসে দাঁড়ায়
কবিতার নির্ভয়ে এগিয়ে চলে
ঝাঁঝরা বুকের পাজরে কবিতা এগিয়ে চলে।

রাষ্ট্রকে মানুষ ভেবোনা

——– মুহাম্মদ আমির হোসেন
১৪.০৩.২০২৪ পল্লবী ঢাকা

মরে যেতে যাদের ভয়
তারা কেন জনতার কথা ভাবে?
ঝরে পড়লেই তো বৃষ্টি হয়
তারপর শুদ্ধ হয় পৃথিবী।

যারা অঙ্কুরোদগম ভুলে যায়
তারা ফিরে পায় প্রাণ
শিকড় পর্যন্ত পৌঁছে যায় অফুরান।

বিপ্লবীরা রক্ত তিলক পড়ে
সব জঞ্জাল সরাবে বলে—
মাটি রক্ত শোষে পাথর হয়ে দাঁড়ায়
বিগত বেদনায় বন্যফুল ফোটে।

প্রকৃতির মতো সাম্য আনতে
নির্বিঘ্ন করো সকল পথ
মনুষ্য সৃষ্ট আবর্জনা সরাতে হয় মানুষকেই।

ধর্মের সাম্যতা শান্তির পথ দেখায়
অধর্ম, মৌল হয়ে ওঠে অশান্তির
রাষ্ট্রকে মানুষ বলে ভেবোনা
মানুষের ধর্ম থাকে, রাষ্ট্র হল প্রগতির।

ব্যক্তিগত পরিচিতি
ব্যক্তিগত পরিচিতি : স্বর্ণপদক, বর্ষসেরা অ্যাওয়ার্ড ও আন্তর্জাতিক পুরস্কার সহ শতাধিক সম্মাননা প্রাপ্ত মুহাম্মদ আমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ভাঙ্গাইন্না (টাকই) গ্রামে ৭ই মার্চ ১৯৭৩ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে শিল্পনগরী খুলনা খালিশপুরের প্লাটিনাম কলোনিতে। বর্তমানে ঢাকায় বসবাসরত। পিতা: মরহুম আব্দুল খালেক, মাতা: মরহুমা জাহানারা খালেক, বড় বোন: লুৎফুন্নাহার ও নাজমা বেগম, বড় ভাই ইঞ্জিনিয়ার জমির হোসেন ও ছোট ভাই ইঞ্জিনিয়ার আলী হোসেন, তিনি মেজো। সফল সংগঠক কবি মুহাম্মদ আমির হোসেন মুক্তাঙ্গন সাহিত্য পরিষদ (১৯৮৮) ও চেতনা সাহিত্য সংসদ (১৯৯০) এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক, অন্যভুবন সাহিত্য পরিষদ (২০১৯) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী। অন্যভুবন প্রকাশনের স্বত্বাধিকারী, সম্পাদক অন্যভুবন ম্যাগাজিন, সহকারী নির্বাহী সম্পাদক দৈনিক দেশজগৎ, সাব এডিটর সাপ্তাহিক চলমান বার্তা।
মুহাম্মদ আমির হোসেন এর সহধর্মিণী রুবিয়া বেগম রুবি একজন সুগৃহিণী, পুত্র রাজ মুহাম্মদ মাহিয়ান আমির যুবরাজ, রুদ্র মুহাম্মদ নাহিয়ান আমির সানি, সুযোগ্য কন্যা উম্মে সায়মা আমির স্বস্তিকাকে নিয়ে তার পারিবারিক জীবন।
শহরে বেড়ে ওঠার কারণেই সমুন্নত মানবিক বোধ, নাগরিক বাস্তবতা ও প্রেম, আধ্যাত্মিক ও জাগরণের কবি মুহাম্মদ আমির হোসেন এর লেখনীতে ফুটে উঠেছে। তার প্রকাশিত একক কাব্যগ্রন্থের সংখ্যা দশটি। দুইটি আধ্যাত্মিকতা নিয়ে একক কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যে বিরল, ইতিহাস তাকে ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি।

খলিফা আশরাফ
কবি, গল্পকার ও উপন্যাসিক
( বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন সচিব)